
নিজস্ব সংবাদদাতা, মহেশখালী।
কক্সবাজারের মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়া গ্রামে কোস্ট গার্ডের অভিযানে আটক রুবেল, আজগর ও রিদোয়ান কে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ এনে মানববন্ধন করেছেন তার পরিবার, এলাকাবাসী, ব্যবসায়ী ও ছাত্রজনতা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৫টার সময় মহেশখালী প্রধান সড়কের উত্তর ঝাপুয়া বাজারের সামনে এলাকাবাসী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উক্ত মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে এলাকাবাসী, শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। সাবেক ছাত্রনেতা শহীদ তানভীর ছিদ্দিকীন বড় ভাই মিজানুর রহমান মাতাব্বর মানবন্ধনে বলেন, তারা ৩ ভাই সুনাম ধন্য ব্যবসায়ী ও তার পরিবার বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকায় স্থানিয় কু-চক্রমহল কোষ্টগার্ডকে ভূল তথ্য দিয়ে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানো হয়েছে। ‘ব্যবসায়ীদের দোকানদারদের ফাঁসিয়ে আমাদের চোখের সামনেই আটকের নাটক মঞ্চস্থ করা হয়েছে।
এসময় বক্তারা বলেন, আটক ৩ ভাইয়ের পরিবারের সামনেই বাড়িতে তল্লাশি করে কিছুই পায়নি। কিন্তু বাড়ি থেকে দূরে পুকুর থেকে বস্তায় মোড়ানো অস্ত্র নিয়ে আসে অসাধু ষড়যন্ত্র চক্রটি। তখন আমরা বাকরুদ্ধ এবং তারা পাথরের মতো দাঁড়িয়ে হাউ মাউ করে কান্না শুরু করে। এরপর অস্ত্র পাওয়ার কথা বলে তাদেরকে অস্ত্রসহ ধরে নিয়ে যায় কোস্টগার্ড। আমাদের সকলের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে দ্রুত মামলা থেকে অব্যাহতি দেয়া হোক।
উল্লেখ্য, ৯ অক্টোবর (বুধবার) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার কালারমারছড়া ঝাপুয়া গ্রামে নিরহ ৩ ব্যবসায়ীকে আটকের খবর ছড়িয়ে পড়লে সোস্যল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমলোচনার ঝড় উঠে। সকলে ক্ষোভ প্রকাশ করে ৩ সহোদরকে নিঃস্ব মুক্তির দাবি জানান।
মানববন্ধনে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী,সাবেক ছাত্রনেতা শহীদ তানভীরের বড় ভাই মিজানুর রহমান মাতাব্বর, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোছাইন সিদ্দিকী, স্থানীয় আজিজুল হক, জেলা কৃষকদল নেতা ফরিদুল আলম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মনি, আটককৃতদের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আবু আহমদ চৌধুরী, ব্যবসায়ী আজিজুল হক টুলু, ব্যবসায়ী লোকমান সওদাগর প্রমূখ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, যুবদল নেতা ইসমাইল হোসাইন, রেজাউল করিম, যুবদল নেতা আব্দুল মোনাফসহ শত শত নারী-পুরুষ অংশ নিয়ে তারা তিন ভাইয়ের নিঃস্বার্থ মুক্তির দাবি জানান।