হোয়ানক ইউনিয়নের শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হোয়ানক (পুসাহ)-এর উদ্যোগে এক মনোমুগ্ধকর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) হোয়ানকের আল-মদিনা কমপ্লেক্সের ছাদে এ মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও শিক্ষার্থীদের সমাজ গঠনে ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে সকলকে মানবতার সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশের উন্নতি‚ সমাজের কল্যাণ ও শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন—সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল মোস্তফা হৃদয় (চবি), সাবেক সহ-সভাপতি মুহাম্মদ হেদায়ত উল্লাহ (চবি), সাবেক সভাপতি ফখরুল ইসলাম (ঢাবি) ও সাবেক সভাপতি খাইরুল আমিন নয়ন (চবি), মিজানুর রহমান মিনহাজ (রাবি), কাজিম উদ্দিন (চবি), আবু সুফিয়ান (চবি) এবং বর্তমান কমিটির সভাপতি ফারুক মুহাম্মদ ইসহাক (নোবিপ্রবি)‚ মোহাম্মদ রিদুয়ান
সহকারী প্রকৌশলী (পুর) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)-সহ আরও অনেকে।
সভাপতি বলেন‚ ‘রমজান আত্মশুদ্ধির মাস‚ এই মাস আমাদের আত্মগঠন ও নৈতিক উন্নতির সুযোগ এনে দেয়। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হোয়ানক (পুসাহ) সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের উন্নতির জন্য আমরা একসঙ্গে কাজ করে যাব। আমরা আশা করি‚ এই সংগঠন হোয়ানকের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
সফলভাবে এ আয়োজন সম্পন্ন করায় আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থীরা।
সব সময় নিউজ ডেস্ক
স্বত্ব © ২০২৩ | সব সময় নিউজ | সম্পাদক ও প্রকাশক: আবুল বশর পারভেজ