
নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজার এলাকার মৃত আবুল খাইরের পুত্র ফারুক পেশায় একজন টমটম চালক ।
১৮ এপ্রিল (শুক্রবার) রাত আনুমানিক ৮ টার দিকে তার টমটম সহ তাকে অপহরণ করে নিয়ে যায় । রাত ১১ টার দিকে ভিকটিম ফারুকের মোবাইল নাম্বার থেকে ইউনুছখালী বাজার এলাকার লালু নামের ফারুকের এক আত্বীয়ের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে । তাদের দাবীকৃত ৫০ হাজার টাকা ৩০ মিনিটের মধ্যে না দিলে ফারুককে হত্যা করবে বলে হুমকি দেয় অপহরণকারীরা।
অপহরণের বিষয়টি মহেশখালী থানাকে অবগত করেছে বলে জানিয়েছেন ফারুকের আত্বীয় লালু । তিনি জানান আমরা ফারুকের অপহরণের বিষয়টি মহেশখালী থানা পুলিশকে অবগত করেছি । থানা পুলিশের পরামর্শ মতে আমরা অপহরণকারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি।
টমটম চালক ফারুককে উদ্ধার করতে নৌ-বাহিনী, পুলিশ ও আনচার বাহিনীসহ রাতভর সাড়াশি অভিযানে অবশেষে রাত সাড়ে ৩ টার দিকে মাতারবাড়ী পুরাতন সড়কের দ্বারাখাল ব্রীজের পাশ থেকে টমটম চালক ফারুককে উদ্ধার করতে সক্ষম হয়েছে।