
ছালাম কাকলী
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ৮ নং ওয়ার্ড মগডেইল গ্রামে এক গৃহবধূ যৌতুকের জন্য খুন হয়েছে। এ খুনের ঘটনাটি শ্বশুর বাড়ীর লোকজন আত্নহত্যা বলে চালিয়ে দিলে ও জুলুন্ত লাশের ধরণ দেখে উপস্থিত লোকজন তা মানতে রাজি নয়। এ ঘটনাটি ঘটেছে ২৫ মার্চ সন্ধায় শ্বশুর বাড়ীতে।
জানা যায়, মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাটের বাসিন্দা দিনমজুর আকতার হোসাইনের কন্যা বকেয়ার সাথে একই ইউনিয়নের মগডেইল গ্রামের বাদশাহ মিয়ার পুত্র বাপ্পীর ১ বছর ধরে সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ৬ মাস আগে দুজনে পালিয়ে চট্টগ্রামে বাসা ভাড়া করে বসবাস করে। পরে বাপ্পির পরিবার মেনে নিয়ে পুত্র বধুকে কিছু দিন আগে ঘরে তুলে। কিন্তু বকেয়ার পিতা গরীব হওয়ায় প্রতিনিয়ত শ্বশুর বাড়ীর লোকজন হিংসা কথাবার্তা বলতে থাকে। এমনকি রোজার পরে ফার্নিচার দেযার কথা রয়েছে। এরপর ও গত ২৫ মার্চ বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাপ্পি তার স্ত্রী কে মারধর করে। এতে এক পর্যায়ে মৃত্যু কুলে ঢলে পড়ে।
এ ঘটনাকে ধামাচাপা দিতে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে আত্নহত্যা হিসেবে চালিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে। এস আই হাসান লাশের সুরত হাল তৈরী করে লাশ মর্গে প্রেরণ করেছে। পরিবারের মাঝে চলছে আর্তনাদ। এদিকে বকেয়ার শ্বশুর বাড়ীর লোকজন পালিয়ে যাওয়ায বক্তব্য নেয়া সম্ভব হয়নি।