সর্বশেষ...

মাতারবাড়ী’তে ৪০ বছর ইমামতির পর ইমামে’র রাজকীয় বিদায়

 

ছাদেকুর রহমান (স্টাফ রিপোর্টার)
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ০৮নং ওয়ার্ড মগডেইল এলাকার বাসিন্দা হংস মিয়াজিরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ হোছাইন।এক টানা দীর্ঘ ৪০ বছর ইমামের দায়িত্ব পালন করেছেন তিনি একই এলাকার এই মসজিদে।বার্ধক্যের কারণে দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন আজ।

বিদায় বেলায় মুসল্লিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই ইমাম।রাজকীয় আয়োজনে মাতারবাড়ী’তে বিদায় দেওয়া হয়েছে তাঁকে।

শুক্রবার (১৯এপ্রিল) জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসী মিলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও গলায় ফুলের মালা পরিয়ে দেন।এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

হাফেজ মোহাম্মদ হোছাইন মাতারবাড়ী’র মগডেইল এলাকার মরহুম হাজ্বী মৃত মো.ইব্রাহিম খলিল ও মৃত বেলুয়া বেগম দম্পতির পঞ্চম সন্তান।

পারিবারিক অসচ্ছলতার কারনে লেখাপড়ায় বেশি দূর এগুতে পারেনি,দাখিল শেষ করছিলেন রাউজান জমজম দাখিল মাদ্রাসা থেকে।বর্তমানে তাঁর পাঁচ ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

হাফেজ মোহাম্মদ হোছাইন বলেন,আমি হংস মিয়াজিনপাড়া এ একটি মসজিদে ২৩ বছর বয়স থেকে শুরু করে দীর্ঘ ৪০ বছর ইমামতি করছি। বর্তমানে আমার বয়স ৬৩ বছর।দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে আজ জুমার নামাজ শেষে অবসর নিলাম।এমন বিদায়ী সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ি আমি।জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছি তাদের এমন আয়োজনে আমি মুগ্ধ হয়েছি।বাকি জীবনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন,আজকের দিনটি আমাদের জন্য বেদনার।হাফেজ মোহাম্মদ হোছাইন দীর্ঘ ৪০ বছর আমাদের দ্বীনি শিক্ষায় আলোকিত করেছেন। জীবন জুড়েই ইসলামের খেদমত করেছেন।আমি নিজেও উনার কাছে অনেক কিছু শিখেছি।

জুমার নামাজ শেষে বিদায় সংবর্ধনায় ক্রেস্ট ও নগদ ৫০হাজার টাকা ইমামের হাতে তুলেদেন মসজিদ পরিচালনা কমিটি এবং শেষে মুসল্লিদের সাথে নিয়ে ইমামকে সম্মান জানিয়ে পায়ে হেঁটে বাড়ি পৌঁছে দেন।

নিউজ পোর্টাল প্রয়োজন?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

জনপ্রিয় সংবাদ...

মাতারবাড়ী’তে ৪০ বছর ইমামতির পর ইমামে’র রাজকীয় বিদায়

 

ছাদেকুর রহমান (স্টাফ রিপোর্টার)
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ০৮নং ওয়ার্ড মগডেইল এলাকার বাসিন্দা হংস মিয়াজিরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ হোছাইন।এক টানা দীর্ঘ ৪০ বছর ইমামের দায়িত্ব পালন করেছেন তিনি একই এলাকার এই মসজিদে।বার্ধক্যের কারণে দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন আজ।

বিদায় বেলায় মুসল্লিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই ইমাম।রাজকীয় আয়োজনে মাতারবাড়ী’তে বিদায় দেওয়া হয়েছে তাঁকে।

শুক্রবার (১৯এপ্রিল) জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসী মিলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও গলায় ফুলের মালা পরিয়ে দেন।এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

হাফেজ মোহাম্মদ হোছাইন মাতারবাড়ী’র মগডেইল এলাকার মরহুম হাজ্বী মৃত মো.ইব্রাহিম খলিল ও মৃত বেলুয়া বেগম দম্পতির পঞ্চম সন্তান।

পারিবারিক অসচ্ছলতার কারনে লেখাপড়ায় বেশি দূর এগুতে পারেনি,দাখিল শেষ করছিলেন রাউজান জমজম দাখিল মাদ্রাসা থেকে।বর্তমানে তাঁর পাঁচ ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

হাফেজ মোহাম্মদ হোছাইন বলেন,আমি হংস মিয়াজিনপাড়া এ একটি মসজিদে ২৩ বছর বয়স থেকে শুরু করে দীর্ঘ ৪০ বছর ইমামতি করছি। বর্তমানে আমার বয়স ৬৩ বছর।দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে আজ জুমার নামাজ শেষে অবসর নিলাম।এমন বিদায়ী সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ি আমি।জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছি তাদের এমন আয়োজনে আমি মুগ্ধ হয়েছি।বাকি জীবনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন,আজকের দিনটি আমাদের জন্য বেদনার।হাফেজ মোহাম্মদ হোছাইন দীর্ঘ ৪০ বছর আমাদের দ্বীনি শিক্ষায় আলোকিত করেছেন। জীবন জুড়েই ইসলামের খেদমত করেছেন।আমি নিজেও উনার কাছে অনেক কিছু শিখেছি।

জুমার নামাজ শেষে বিদায় সংবর্ধনায় ক্রেস্ট ও নগদ ৫০হাজার টাকা ইমামের হাতে তুলেদেন মসজিদ পরিচালনা কমিটি এবং শেষে মুসল্লিদের সাথে নিয়ে ইমামকে সম্মান জানিয়ে পায়ে হেঁটে বাড়ি পৌঁছে দেন।

নিউজ পোর্টাল প্রয়োজন?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বশেষ...

জনপ্রিয় সংবাদ...