
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় ২০২৩ সালের কর্ম বিবেচনায় শ্রেষ্ঠ ডাক্তার,সিনিয়র স্টাফ ও নার্সদের সম্মাননা প্রদান।
২০ ই এপ্রিল শনিবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহাফুজুল হক।
বক্তব্য রাখেন মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আজমল হুদা, মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার রুহুল আমিন’সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ বৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা কমিটির মিটিং শেষে ২০২৩ সালে রোগীদের সেবা প্রদানে শ্রেষ্ঠ স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছে উপজেলা শ্রেষ্ঠ মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ হাসিবুল হাসান হিমেল, শ্রেষ্ঠ মেডিকেল অফিসার ডাঃ মোঃ শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ নুরুল আমিন, শ্রেষ্ঠ মেডিকেল টেকনোলজিষ্ট প্রশান্ত রায়, শ্রেষ্ঠ কনসালটেন্ট ডাঃ আব্দুল মান্নান, শ্রেষ্ঠ স্বাস্থ্য পরিদর্শক সুজিত কুমার দে, শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী মুহাম্মদ ফোরকান ও আজিজুর রহমান, শ্রেষ্ঠ মিডওয়াইফ উর্মিলা শ্যাম ও শ্রেষ্ঠ মিডওয়াইফ মোচ্ছাম্মদ মাসুদা সুলতানা, শ্রষ্ঠ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জুমজুমা আক্তার, শ্রেষ্ঠ স্টাফ নার্স সীমা আক্তার নাভানা, শ্রেষ্ঠ অফিস সহকারী প্রকাশ কুমার দে, শ্রেষ্ঠ পরিচ্ছন্নতাকর্মী মোহাম্মদ ফারুক সম্মাননা পেয়েছে।
স্থানীয় নারীদের নার্স পেশায় উদ্বোদ্ধ করতে নার্স ও মাঠকর্মীদের আহবান জানান। অনুষ্টান শেষে হাসপাতালের নতুন ভবন নির্মাণ ও বিভিন্ন বিষয় নিয়ে তৈরীকরা প্রমান্য চিত্র ভিডিও উপস্থিত সকলের সামনে প্রদর্শন করা হয়। প্রমান্য চিত্রটি উপভোগ পরবর্তী উপস্থিত সকলেই হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেছেন।