
ছাদেকুর রহমান (স্টাফ রিপোর্টার)
ষষ্ঠ বারের মতো অনুষ্ঠিতব্য প্রথম ধাপের স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ঘোষিত তফসিল অনুযায়ী ৮মে অনুষ্ঠিতব্য নির্বাচনে মহেশখালী উপজেলায় ৩টি পদে ১৩ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
২৩ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১ টায় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন এর কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেন। উপজেলা পরিষদ নির্বাচনে ৩পদে ১৩ জন প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।এরমধ্যে চেয়ারম্যান পদে ৫জন,ভাইস-চেয়ারম্যান পদে ০৫জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ০৩জন’কে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতীক বরাদ্দকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.শরীফ বাদশা পেয়েছেন আনারস,মোহাম্মদ হাবিব উল্লাহ পেয়েছেন টুপি,জয়নাল আবেদিন পেয়েছে দোয়াত কলম,কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস পেয়েছে মটরসাইকেল, আব্দুল আল নিশান পেয়েছে চিংড়ি মাছ প্রতীক।
এদিকে প্রতীক বরাদ্দকৃত ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন মঈন উদ্দিন তোফাইল পেয়েছেন উড়োজাহাজ,আবু ছালেহ পেয়েছেন বই,শাহাজান পারুল পেয়েছেন তালা,মিফতাহুল করিম বাবু পেয়েছেন মাইক,জাহেদুল হুদা পেয়েছেন চশমা প্রতীক।
অন্যদিকে প্রতীক বরাদ্দকৃত মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন,সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম পেয়েছেন প্রজাপতি,মনোয়ারা বেগম পেয়েছেন কলস,মিনুয়ারা মিনু পেয়েছেন ফুটবল প্রতীক। রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন জানান,সুষ্ঠভাবে ভোটগ্রহণে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের নির্বাচনী আচারন বিধি সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।এদিকে সম্মেলন শেষে প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েন প্রার্থীরা।
উল্লেখ্য,মহেশখালী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৪ শত ৫৮ জন।তাদের মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৩৭হাজার ৮শত ৮২জন এবং নারী ভোটার ১লক্ষ ১৯হাজার ৫শত ৭৬জন। মহেশখালীতে মোট ভোট কেন্দ্র ৮৬ টি,ভোট গ্রহণ হবে ইভিএমে।