
নিজস্ব প্রতিনিধি।
মহেশখালী উপজেলাধীন মাতারবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশনার ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৫ মে বিদ্যালয় পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটির) অভিভাবক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে ঘোষণা অনুযায়ী বিভিন্ন পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করলেও ৮ জনে মনোনয়ন পত্র দাখিল করেন।
প্রতিষ্ঠাতা সদস্য পদে শূন্য, দাতা সদস্য পদে একারাম উল্লাহ চৌধুরী, অভিভাবক সদস্য পদে এনামুল হক, মোহাম্মদ রাসেদ খান, এয়ার মোহাম্মদ, মোহাম্মদ সেলিম’সহ ৪ জন জমা দেন, শিক্ষক প্রতিনিধি পদে ৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ২ জনের মনোনয়ন দাখিল করেন, সংরক্ষিত মহিলা সদস্য পদে কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেনি, শিক্ষক প্রতিনিধি পদে ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও ২ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন, মহিলা শিক্ষক পদে মনোনয়ন পত্র মশরাফা জন্নাত জমা দেন।
প্রধান শিক্ষক মোঃ রেজা খান বলেন, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাকে সার্বিক সহযোগিতা করা হবে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে-ইনশাল্লাহ।
উল্লেখ্য- আগামী ৫ মে-২০২৪ রবিবার, স্কুলের ১,১১৫ শিক্ষার্থীর অভিভাবকগণ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। আগামী ৩১ মে বর্তমান কমিটি মেয়াদ উত্তির্ণ হবে।