সর্বশেষ...

জৈয়রকাটায় পূর্ব শত্রুতার জেরে মারপিট, আহত ৩

 

সব সময় নিউজ ডেস্ক
হোয়ানকে পারিবারিক শত্রুতার জের ধরে অতর্কিত হামলার ঘটনায় ৩ আহত। মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত আক্তার কামাল দাবী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

আহতরা হলেন. উপজেলার হোয়ানক ইউনিয়নের জৈয়রকাটা গ্রামে আশরাফ মিয়া পুত্র আব্দু জব্বার, তার ভাই আক্তার কামাল এবং তার ছেলে আবু তালেব।

আহত আব্দু জব্বার জানান, রুস্তম আলী সহিত দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছিল। তারই সূত্র ধরে মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দা,শাবল,লাঠি নিয় আতঙ্কিত ভাবে বারঘরপাড়া হেলালের চায়ের দোকানের সামনে আমার উপর হামলা করে। পরে এলাকাবাসীর সহায়তায় মহেশখালী হাসপাতালে ভর্তি হয়েছি।

হাসপাতাল ও অভিযোগ সূত্রে জানা যায়, জৈয়রকাটা গ্রামের আব্দু জব্বার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম’সহ হাতে ও পায়ে ক্ষত আঘাতের কারনে হাতে পায়ে দুটি স্থানে সেলাই প্রদান করা হযেছে এবং আক্তার কামাল ও আবু তালেব এর শরীরে ফোলা জখম হয়েছেন। এছাড়াও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, এঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ পোর্টাল প্রয়োজন?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

জনপ্রিয় সংবাদ...

জৈয়রকাটায় পূর্ব শত্রুতার জেরে মারপিট, আহত ৩

 

সব সময় নিউজ ডেস্ক
হোয়ানকে পারিবারিক শত্রুতার জের ধরে অতর্কিত হামলার ঘটনায় ৩ আহত। মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত আক্তার কামাল দাবী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

আহতরা হলেন. উপজেলার হোয়ানক ইউনিয়নের জৈয়রকাটা গ্রামে আশরাফ মিয়া পুত্র আব্দু জব্বার, তার ভাই আক্তার কামাল এবং তার ছেলে আবু তালেব।

আহত আব্দু জব্বার জানান, রুস্তম আলী সহিত দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছিল। তারই সূত্র ধরে মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দা,শাবল,লাঠি নিয় আতঙ্কিত ভাবে বারঘরপাড়া হেলালের চায়ের দোকানের সামনে আমার উপর হামলা করে। পরে এলাকাবাসীর সহায়তায় মহেশখালী হাসপাতালে ভর্তি হয়েছি।

হাসপাতাল ও অভিযোগ সূত্রে জানা যায়, জৈয়রকাটা গ্রামের আব্দু জব্বার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম’সহ হাতে ও পায়ে ক্ষত আঘাতের কারনে হাতে পায়ে দুটি স্থানে সেলাই প্রদান করা হযেছে এবং আক্তার কামাল ও আবু তালেব এর শরীরে ফোলা জখম হয়েছেন। এছাড়াও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, এঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ পোর্টাল প্রয়োজন?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বশেষ...

জনপ্রিয় সংবাদ...