
আবুল বশর পারভেজ, মহেশখালী।
উপজেলা পর্যায়ে চলমান পুষ্টি কার্যক্রমকে শক্তিশালীকরণ ও সরকারী বিভাগের বহুখাত ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এবং নিউট্রিশন ইন্টারন্যশনাল এর কারিগরি সহযোগিতায় শনিবার দুপুরে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মাহফুজুল হক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আজমল হুদা এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মীকি মারমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা: মোহাম্মদ মাহবুবুর রহমান। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ তাহেরুল ইসলাম খান, পরিচালক, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ, ডাঃ মোঃ আকতার ইমাম, উপ-পরিচালক, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ, ডাঃ নুসরাত জাহান, উপ-পরিচালক, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ।এছাড়াও সভায় উপজেলা পরিবারক পরিকল্পনা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, উপ সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল, মহিলা বিষয়ক অধিদপ্তর, খাদ্য অধিদপ্তরসহ মহেশখালী উপজেলার বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন চেয়ারম্যান/ প্রতিনিধিবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, নিউট্রিশন ইন্টারন্যশনাল সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা: মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, পুষ্টির উন্নয়ন ঘটাতে সরকারী দপ্তর, বেসরকারী সংস্থা, সিভিল সোসাইটি, স্থানীয় সরকার বিভাগ, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধিসহ সকলকে সমন্বিত ভাবে এক যোগে কাজ করতে হবে।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা সমাপনী বক্তব্যে বলেন এসডিজির লক্ষ্য মাত্রা অর্জন ও দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা মোতাবেক উপজেলা বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা সঠিক ভাবে বাস্তবতায়ন করে উপজেলায় সার্বিক পুষ্টি চিত্র উন্নয়নের জন্য স্বাস্থ্য বিভাগসহ কমিটিতে অন্তর্ভুক্ত অন্যান্য সকল বিভাগকে একযোগে কাজ করার আহবান জানান। সভার শুরুতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহেশখালী উপজেলার পুষ্টি পরিস্থিতির একটি সার্বিক চিত্র তুলে ধরেন এবং উপজেলার পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। পরবর্তীতে নিউট্রিশন ইন্টারন্যশনাল এর জেলা সমন্বয়কারী হামিদা হক মহেশখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ২০২৩-২০২৪ অর্থ বছরের উপজেলা বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতির উপর একটি অন-লাইন উপস্থাপনা তুলে ধরেন এবং স্ব-স্ব দপ্তর তাদের অগ্রগতি ব্যাখ্যা করেন। পরর্বতীতে তিনি Global Affairs Canada ও বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের যৌথ উদ্যোগে মহেশখালী উপজেলায় চলমান Adopting a Multisectoral Approach for Nutrition (AMAN) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও মহেশখালী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রমকে শক্তিশালী করণের চলমান কার্যক্রম তুলে ধরেন। মহেশখালী প্রেসক্লাব সভাপতি পারভেজ মাদ্রাসা শিক্ষায় পুষ্টি কার্যক্রম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা বলেন এসডিজির লক্ষ্য মাত্রা অর্জন ও দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা মোতাবেক উপজেলা বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা সঠিক ভাবে বাস্তবতায়ন করেন উপজেলায় সার্বিক পুষ্টি চিত্র উন্নয়নের জন্য স্বাস্থ্য বিভাগসহ কমিটিতে অন্তর্ভুক্ত অন্যান্য সকল বিভাগকে একযোগে কাজ করার আহবান জানান এবং এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি পূনব্যক্ত করেন। এবং এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি পূনব্যক্ত করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।