
ছাদেকুর রহমান (স্টাফ রিপোর্টার)
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপের ভোটগ্রহণ আগামীকাল ৮ মে।এ নিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলায় ভোটের মাঠে চলছে বিভিন্ন সমীকরণ। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই উপজেলার জনসাধারণের মধ্যে বাড়ছে পছন্দের প্রার্থীকে নিয়ে উন্মাদনা।এদিক থেকে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন উড়োজাহাজ প্রতীকের প্রার্থী মঈন উদ্দিন তোফাইল।
মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ০৫জন প্রার্থী।তাঁদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ মঈন উদ্দিন তোফাইল।তিনি কনিষ্ঠ হলেও ভোটারের মাঝে জনপ্রিয় হয়ে উঠছেন।
সব সময় নিউজ’কে তোফাইল বলেন,নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে গিয়ে ‘উড়োজাহাজ’ সমর্থনে গণজোয়ার সৃষ্টি করতে পেরেছি।পাশাপাশি কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি,সবাই আমার সাথে আছেন।আসন্ন নির্বাচন র্নিদলীয় হওয়ায় মানুষ দলমত নির্বিশেষে উড়োজাহাজ প্রতীকেই ভোট দিবেন নিজেদের কাঙ্খিত উন্নয়ন পেতে।আগামীকাল ৮মে জনগণের রায়ে চুড়ান্ত বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।
এসময় তিনি আরও বলেন,আমি পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায়দের পাশে সাধ্যমতো থাকার চেষ্টা করে এসেছি,আগামীতেও থাকবো।যদিও এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছেনা,তাই আমি আশাবাদী জনগণ আমাকে ব্যাপক ভোট দিয়ে বিজয়ী করবেন,ইনশাআল্লাহ।আমি দলমত নির্বিশেষে মহেশখালী উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া,সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।যদি নির্বাচনে আল্লাহ আমাকে জয়ী করেন তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে মহেশখালী উপজেলা’কে একটি ‘আধুনিক ও স্মার্ট উপজেলা’ হিসেবে যা যা করার দরকার,তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এসময় তাঁর ভাই বিশিষ্ট ঠিকাদার হুমায়ুন উদ্দিন রুকন বলেন,প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে এসে আমার ছোট ভাই তোফাইল উপজেলা জুড়ে সাড়া ফেলেছে।তরুণ প্রার্থী হিসেবে কেড়েছেন ভোটারদের নজরও।তাঁর নির্বাচনী প্রতীক উড়োজাহাজ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
মাঠ পর্যায়ে ভোটাররা জানান,মঈন উদ্দিন তোফাইল তরুণ,শিক্ষিত ও নম্র-ভদ্র একটি ছেলে।দীর্ঘদিন ধরে মহেশখালী’র অসহায় মানুষের কল্যাণে কাজ করে এসেছেন।তিনি উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।তাঁকে ভোট দিলে মহেশখালী’র কল্যাণে কাজ করবে।তাই তাঁকে এবার মহেশখালী উপজেলার ভোটাররা বিপুল ভোটে বিজয় করবে।
উল্লেখ্য,মহেশখালী উপজেলায় ২ লক্ষ ৫৭ হাজার ৪ শত ৫৮ জন।তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৩৭হাজার ৮শত ৮২জন এবং নারী ভোটার ১লক্ষ ১৯হাজার ৫শত ৭৬জন।মহেশখালীতে মোট ভোট কেন্দ্র ৮৬ টি।