
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি।
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৮৬টি কেন্দ্রের ৩৭৮ টি বুথে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে দায়িত্ব ও কেন্দ্রের ভোট গ্রহণে ব্যবহৃত নির্বাচন কমিশনের বরাদ্দকৃত সামগ্রী বুঝিয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মারমা, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মহেশখালী) রামপ্রসাদ ভক্ত, মহেশখালী থানাধীন ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নির্বাচন তদারকি অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী পুলিশ স্ট্রাইকিং দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে পৌরসভা’সহ প্রতিটি ইউনিয়নে ১ জন করে মোট ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট’সহ র্যাব, বিজিবি, পুলিশ স্ট্রাইকিং টিম, পুলিশ মোবাইল টিম, ব্যাটালিয়ন আনসার কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা জানান, উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করছি।
উল্লেখ্য, ৮ মে বুধবার অনুষ্ঠিতব্য চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদন্দ্বীতা করছেন।
উপজেলা শ্রমিকনেতা হাবিব উল্লাহ হাবিব (টুপি প্রতীক) আওয়ামী লীগ নেতা গোলাম কুদ্দুস চৌধুরী (মোটরসাইকেল) ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জয়নাল আবেদীন (দোয়াত কলম প্রতিক), আব্দুল্লাহ আল নিশান (চিংড়ি মাছ প্রতিক নিয়ে লড়বেন এবং নির্বাচন থেকে সড়ে দাঁড়িছে আনারস প্রতিকের প্রার্থী শরীফ বাদশা।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, মঈন উদ্দিন তৌফাইল (উড়োজাহাজ), আবু ছালেহ (বই), জাহেদুল হুদা (চশমা), এড. শাহাজাহান পারুল (তালা)। মিফতাহুল করিম বাবু (মাইক) এর প্রতিদ্ধন্দিতা হবে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, মনোয়ারা বেগম (কলস), মিনুয়ারা মিনু (ফুটবল) ও জাহানারা বেগম (প্রজাপতি)। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৪৩৫ টি।