
অনলাইন ডেস্ক :
ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলার ৬৯তম আসর।
আজ (১০মে) শুক্রবার বিকেল ৩টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে এতে পুলিশ সুপার মোঃ মাহাফুজুল ইসলাম,বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফাসহ আরও অনেকে উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজক কমিটি জানায়,দেশের নামকরা ৩০০ বলীর অংশগ্রহণ ছাড়াও বৈশাখী মেলায় থাকছে ঐতিহ্যবাহী নাগরদোলা, হস্ত, কুটির, তাঁত, বস্ত, মৃৎ শিল্পসহ দেশীয় পণ্যের বিপুল সমাহার। আগামীকাল শেষ হবে ঐতিহ্যবাহী বর্ণিল এ উৎসব।