
কুতুবজোমের কইতরের দিয়া সরকারী খাল দখল করতে ভারী অস্ত্র নিয়ে দুই পক্ষের অবস্থান
কুতুবজোম কইতর দিয়ায় সরকারী খাল দখল করে চিংড়ি ঘের নির্মাণ’কে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীরা বলেন, দুইটি গ্রুপ ভারী অস্ত্র নিয়ে প্রস্তুত আছে।যেকোনো সময় তাদের মধ্য মারামারি লেগে যেতে পাতে। যদি মারামারি লেগে যায় তাহলে লাশের মিছিল হবে এমন ধারণা তাদের।
তারা আরো বলেন, প্রশাসন যদি এই অবৈধ ঘের নির্মাণ বন্ধ না করে তাহলে এলাকায় শান্তি শৃঙ্খলার অবনতি ঘটবে।