
সব সময় নিউজ ডেস্ক
জীববৈচিত্র্য ধ্বংস করে সরকারী বিশাল ভূমি অবৈধ দখল করে চিংড়ি ঘের তৈরী করার মুল হোতা গোরকঘাটা এলাকার খোকন কুতুবজোমের জামাত নেতা আমির হোসেন,বিএনপি নেতা মাসুদ, সাবেক মেম্বার দুদু মিয়া , প্রবাসী সোহেল,আমান উল্লাহ,বর্তমান চেয়ারম্যানের বউয়ের ভাই কাসেম ও সাবেক মেম্বার ফরিদ আহমদ।
স্থানীয়রা জানান পরিবেশের বড় ধরণের ক্ষতি হবে জেনেও এরা অসংখ্য গাছ ও প্রাকৃতিক ভাবে গড়ে উঠা খাল দখল করে তারা চিংড়ি ঘের নির্মাণ করছে।টাকা ও গোষ্ঠীগত প্রভাব বিস্তার করে, একে ৪৭ এর মত অস্ত্র ব্যবহার করে দাপিয়ে বেড়াচ্ছেন এরা।সরকারি আইন অমান্য করে দিন দিন বেপরোয়া হচ্ছে।
স্থানীয়রা আরো জানান, আইনগত ভাবে এসব অবৈধ চিংড়ি ঘের নির্মাণ বন্ধ করা না হলে, গোষ্ঠীগত মারামারির ঘটনা ঘটবে।এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটবে।