
মহেশখালী সংবাদাতা
মহেশখালী পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে শপথ নিলেন নব নির্বাচিত কাউন্সিল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম! ২১ মে মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় চট্রগ্রাম সার্কিট হাউসেের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তিনি শপথ নেন! এ সময় তাকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জনাব মো: তোফায়ে ইমম। উক্ত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্হানীয় সরকারের উপ পরিচালক শাহিনা! আরো উপচিত ছিলেন মহেশখালী পৌরসভার 8 নং ওয়ার্ডের কাউন্সিলর বাবু জনি মং, ৫ নং ওয়াডের কাউন্সিলর মনজুর আহমেদ,৬ নং ওয়ার্ডের কাউসিলর প্রনব কুমার দে.৯ নং ওয়ার্ডের কাউন্সিলর খাইর হোসেন, শপথ অনুষ্টানে এম সাইফুল ইসলাম, মো: শওকত ওসমান, মৌলা গফুর উদ্দিন, মৌলান| সানা উল্লাহ, মিনহাজুল আরেদিন, আমিন আল রাজি,হাজী বজল আহমদ, সাহাব উদ্দিন সিকদার সহ এলাকার গণমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন উল্লেখ্য যে গত এপ্রিল মাসের ২৮ তারিখ মহেশখালী পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের শান্তিপূর্ণ কাউন্সিলর নির্বাচনে মিশকাত সিকদার কে পরাজিত করে উটপাখি মার্কা নিয়ে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন এম রফিকুল ইসলাম! এই ওয়ার্ডটিতে গত আড়াই বছর পুর্বে অপর প্রার্খী মিশকাত শিকদারের করা একটি মিথ্যা মামলায় উচ্চ আদালতের রায় কে কেন্দ্র করে ভোট গ্রহন স্থগিত হয়ে যায়!