
ছাদেকুর রহমান (স্টাফ রিপোর্টার) :
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে অনুষ্ঠিত মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম তাঁদের শপথ বাক্য পাঠ করান।
মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন,ভাইস-চেয়ারম্যান আবু ছালেহ্ ও মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,আমি শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এবং পরিবেশ রক্ষায় কাজ করবো।
এসময় তিনি আরও বলেন,মহেশখালীর জনগণ আমাকে নির্বাচিত করে পবিত্র দায়িত্ব প্রদান করেছেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে মহেশখালী বাসির উন্নয়নে কাজ করবো।মহেশখালী উপজেলা মডেল ও স্মার্ট উপজেলায় গড়ে তোলা আমার লক্ষ্য।শত প্রতিকূলতার মাধ্যমে আমাকে নির্বাচিত করায় মহেশখালী উপজেলার সকল সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।