
মিজানুর রহমান, ক্যামপাস প্রতিনিধি
পূর্ব ঘোষিত সময়ে গতকাল ১৮তারিখ রোজ মঙ্গলবার জনাব খাইরুল আমিন নয়নের সভাপতিত্বে হোয়ানক কলেজ অডিটরিয়ামে আয়োজিত হয়েছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হোয়ানক (পুসাহ) এর ‘নবীনবরণ, পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী ২০২৪’ শীর্ষক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার নববনির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরিদুল আলম বিএ। সাবেক চেয়ারম্যান, হোয়ানক ইউপি। পুসাহর সম্মানিত উপদেষ্টাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন:
১- জনাব এ এম শহীদুল এমরান।
সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
২- জনাব এ টি এম কামরুল ইসলাম। সিনিয়র সহকারি কমিশনার( ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট, মুন্সিগঞ্জ।
৩- জনাব এহসান আলী।
সহকারী অধ্যাপক (অবঃ), হোয়ানক কলেজ।
৪- ফরিদুল আলম।
সহকারী অধ্যাপক, হোয়ানক কলেজ।
৫- জনাব লোকমান হাকিম।
সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
৬- জনাব নূর মুহাম্মাদ।
প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক।
পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সুরাইয়া মেহেরিন রুহি [শিক্ষার্থী চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ]। অনুষ্ঠানে ২০২২-২৩ সেশনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্সপ্রাপ্ত হোয়ানকের ১৭জন কৃতি শিক্ষার্থীকে বরণ করা হয়।
এছাড়া, পুসাহ বৃত্তি পরীক্ষা ২০২৩ এ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ ৯জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন, পুসাহর সভাপতি জনাব খাইরুল আমিন নয়ন [শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ]।
অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় যাদের :
১- মো. খায়রুল আজিজ খোকন
ইন্সট্রাক্টর (টেক), ফটিকছড়ি সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। খাদ্য ক্যাডার (সুপারিশপ্রাপ্ত), ৪৩তম বিসিএস।
২- মো. কাউসার মাহমুদ
প্রভাষক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ; আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
এছাড়া, সম্মাননা স্মারক দেওয়া হয় :
১- ফখরুল ইসলাম
সাবেক সভাপতি, পুসাহ।
২- আবু সুফিয়ান
সাবেক সাধারণ সম্পাদক, পুসাহ।
অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন পুসাহর বর্তমান, সাবেক ও সিনিয়র সদস্যরা। সম্মানিত উপদেষ্টারা উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জীবন গঠনে কল্যাণমূলক পরামর্শ দেন এবং উচ্চ শিক্ষা বিষয়ক পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপজেলা চেয়ারম্যান শিক্ষামূলক ও জীবন চলার পাথেয় বিষয়ে আলোকপাত করেন। সবাইকে উচ্চ শিক্ষা অর্জন করে মাঠি ও মানুষের সেবা করার পরামর্শ দেন। সবাইকে একসাথে নিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করে তাঁর বক্তব্য শেষ করেন।
পরিশেষে সভাপতির বক্তব্যে খাইরুল আমিন নয়ন সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী তাহামিনা মুন্নি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী মামুনুর রশিদ।