
মহেশখালী, প্রতিনিধি।
মহেশখালীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিদের জড়িয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা বিভ্রান্তকর সাংবাদিকদের তথ্য উপস্থাপের প্রতিবাদে কুতুবজোমে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বুধবার (২৬ শে জুন) বিকালে কুতুবজোম ইউনিয়নের ডেম্বুনিয়া এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধনে নারী-পুরুষ অংশ নেয় বহু মানুষ।
জানা গেছে, সম্প্রতি উপজেলার ৮নং কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, আবুল কাশেম ও আমির হোসেনের বিরুদ্ধে খাল দখলে নানা অভিযোগ এনে স্থানীয় কিছু ব্যক্তির ভিডিও বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। যা স্থানীয়রা অপপ্রচার আখ্যা দিয়ে প্রতিবাদ জানায়।
অপপ্রচারের অভিযোগে মানববন্ধন করে স্থানীয় ডেম্বুনিয়া এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ ব্যানার হাতে নিয়ে তারা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মানববন্ধনে স্থানীয়রা জানান..গত ২৫ শে জুন-২৪ হারাবনিয়ার পুরনো চরের ঘোদায় অজ্ঞাত ৮/১০ জন যুবক রাতের অন্ধকারে তাকে কিল ঘুষি মেরে আহত করে দুর্বৃত্তরা মাছ লুটপাট করে। এ সময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে হামলাকারীরা ১ লক্ষ টাকা সমপরিমাণে মাছ নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ দিয়ে পরে ইউপি চেয়ারম্যান এড শেখ কামাল বিচারে শ্বরনাপন্ন হলে এতে উল্টো চেয়ারম্যান ও স্থানীয় গণমান্যদের জড়িয়ে ষড়যন্ত্রমুলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং প্রভাব বিস্তার করে খাল দখলে অভিযোগ এনে যা সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। ওই ইউপি চেয়ারম্যানের পেশাগত ও জনপ্রিয়তার ভাবমূর্তি সংকটে ফেলতে এবং রাজনৈতিক অবস্থান থেকে সরাতেই এমন মানহানিকর ও অসত্য অভিযোগ তুলে ধরে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বেজা সংশ্লিষ্ট আইন ও ধারায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছেন প্যারাবন দখলকারীরা। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে। তবে অনুসন্ধানে এসব অভিযোগের সঙ্গে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ব্যক্তিগত আক্রোশ থেকেই এমন কাল্পনিক অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে।
করা হচ্ছে মোহাম্মদ কাশেম ও আমির হোসেন নামে-বেনামে মিথ্যা অভিযোগও। গণমাধ্যমের সামনে আসা ও আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল। তিনি বলেন, ‘একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ এনে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করে চলেছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে মূলধারার গণমাধ্যমগুলোকে অনুরোধ করছি অসত্য তথ্যসংবলিত মিথ্যা সংবাদ পরিবেশন না করতে।