
নুরুল করিম, মহেশখালী।
মাদক ও জুয়া মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের হাতে বই ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে-এমপি। মহেশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুন) বিকালে মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর কাশেম চৌধুরী, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন কাদের,
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ সুজন, কোষাধ্যক্ষ আ ন ম হাসান এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সমাজের প্রতিনিধিগণ, অভিভাবক, খেলোয়াড়’সহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।
পরিশেষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলার বিজয়ী দল পৌরসভা একাদশ প্রথম পুরস্কার দেয়া হয়েছে এবং পরাজিত দল হোয়ানকে দ্বিতীয় পুরস্কার দেয়া হয়।