
ছাদেকুর রহমান (স্টাফ রিপোর্টার) :
আগামীকাল রোববার (৩০ জুন) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড,কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা শুরু হতে যাচ্ছে।বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের আওতাধীন সিলেট শিক্ষা বোর্ড,কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৯ জুলাই শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে এবার কক্সবাজার জেলায় ৩৫ টি কেন্দ্রে ১৬ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী অংশ নিবে।যার মধ্যে এইচএসসিতে ১৩ হাজার ৭২৮ জন,আলিমে ১ হাজার ৯৬৬ জন ও ভোকেশনালে ১ হাজার ৪ জন।এইচএসসি পরীক্ষায় ১৮টি কেন্দ্র,আলিম পরীক্ষায় ৯টি কেন্দ্রে এবং বিএম/ভোকেশনাল পরীক্ষায় ৮টি কেন্দ্র।
সারাদেশ থেকে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে।মোট ৯ হাজার ৪৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থী ২ হাজার ২৭৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।
তথ্যমতে,শিক্ষার্থীদের মধ্যে ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন সাধারণ শিক্ষাবোর্ড থেকে,৮৮ হাজার ৭৬ জন মাদ্রাসা বোর্ড থেকে এবং ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন কারিগরি শিক্ষাবোর্ড থেকে পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষার রুটিন অনুযায়ী ১১ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১২ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে লিখিত মপরীক্ষা ১৮ জুলাই পর্যন্ত চলবে এবং ১৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত এই বোর্ডের ব্যবহারিক পরীক্ষা চলবে।
পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক ব্যাতীত আর কেউ সাথে মোবাইল ফোন বহন করতে পারবে না।পাশাপাশি,পরীক্ষার্থী, পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক,প্রশাসনিক কর্মকর্তা ব্যাতীত আর কেউ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
পরীক্ষাকেন্দ্রে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের একটি কুইক রেসপন্স টিম নিয়োজিত থাকবে।