
ডেস্ক রিপোর্ট সব সময়।
কক্সবাজারের মহেশখালীতে মৃত ব্যক্তির কুলখানির অনুষ্ঠানে সংঘবদ্ধ হামলায় ঘটনায় অন্তত স্কুল-কলেজের ছাত্র’সহ ৭ জন আহত হয়েছে।
১৩ ই অক্টোবর রবিবার বিকাল ৫টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটে।
হামলার আহতদের দ্রুত চিকিৎসা দিতে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার শিকার শাকিল আনোয়ার অভিযোগ করেন, মরহুম পিতা আবু তাহের এর আত্মীয়-স্বজনসহ বেশ কয়েকজন মেহমান আসেন হোয়ানক হরিয়ারছড়া গ্রামের বাসিন্দা ও আত্মীয়-স্বজন কুলখানিতে দাওয়াত খেতে আসে। অনুষ্ঠানে কায়ছার, কাশেম, ফয়েজ, শহিদুল্লাহ, রহিম, আনু মিয়া, মন্জুর আহমদ’সহ আরও ৪/৫ জন লোক নিয়ে পূর্বপরিকল্পিতভাবে মোহাম্মদ আলম’সহ তার পরিবার ও স্বজনদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন শাকিল আনোয়ার, জাহেদুল ইসলাম, মারুফ হোসেন, ইমাম হোসেন’সহ স্কুল ও কলেজের ছাত্র হামলায় গুরুত্ব আহত হয়েছে। হামলাকারীরা সুযোগ বোঝে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় খাওয়ার টেবিলের আশপাশে থাকা লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে। এরপরও ক্ষান্ত হয়নি হামলাকারীরা। তারা হামলা চালায় শাকিল আনোয়ার ওপর, তাকেও গুরুত্বর আহত করে। তাদের সঙ্গে থাকা পরিবার ও স্বজনদের স্কুল- কলেজ পড়ুয়া ছাত্র’কে পিটিয়ে জখম করে। তাদের চিৎকারে বাড়ির আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারী মঞ্জুর আহমদ গংরা পালিয়ে যায়। এরপর এলাকাবাসীর সহযোগিতায় তারা দ্রুত হাসপাতালে চলে আসে। তাদের ভর্তি করা হয়েছে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। সূত্রে জানায়, মৃত আবু তাহের জায়গা সম্পত্তি আত্মসাৎ করতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ওসি মোহাম্মদ কাইছার হামিদ জানান.. অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।