
নুরুল করিম, মহেশখালী।
ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান পুটিবিলা খালেদ বিন ওলিদ (রঃ) মাদ্রাসা পুনরায় চালু করার লক্ষ্যে ওয়ক্ফ কমিটির সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্যদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ই অক্টোবর সোমবার বিকালে মাদ্রাসা প্রাঙ্গনে মাওলানা মুফতী হোসেইন আহমেদ এর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন. ছালিয়াতলী এহ্য়া উলুমিদ্দীন ও জামিয়াতু ছালেহা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম।
বৃহত্তর গোরকঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বাদশা মিয়া’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন.. দাতা সদস্য ও মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার নবাব আলী, উত্তর ঘোনাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা নেছার আহমদ, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ,
কলেজ জামে মসজিদের খতিব মাওলানা কুতুব উদ্দিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা এনামুল হক।
এতে উপস্থিত ছিলেন.. মহেশখালী কলেজের প্রভাষক শাহেদ খান, কক্সবাজার ইসলামীয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিউল আলম, লাতুয়ার ডেইল দারুসুন্নাহ মাদ্রাসা’র শিক্ষক মাওলানা রফিক উদ্দিন, সাংবাদিক হারুন-উর-রশিদ, সরওয়ার উদ্দিন, এম বশির উল্লাহ, মকসুদুর রহমান, তারেক রহমান, নুরুল করিম, সমাজ সেবাক ও প্রাক্তন ছাত্র মোহাম্মদ হোসেন, আনছার প্রমূখ।
উক্ত আলোচনা সভায়- নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে..পৃষ্ঠপোষক মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, সদরে মোহতামিম মাওলানা ফজলুল হক, মোহতামিম মুফতি হোসেইন আহমেদ, সহকারী মোহতামিম মাওলানা রফিক উদ্দিন। অডিট কমিটি- মাওলানা শফিউল আলম, শাহেদ খান, রওশন আলী, আবুল বশর পারভেজ। দ্রুত সময়ের মধ্যেই একটি এমদাদি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।