
নুরুল করিম, স্টাফ রিপোর্টার।
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১ টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লাম্বাঘোনা আহমদিয়াকাটা এলাকায় সাগরের খালে পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে মহেশখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগের।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, অজ্ঞাত একটি লাশের খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম। সুরতহাল রিপোর্টের জন্য লাশটি মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি এবং এর পেছনের ঘটনা কি তা খতিয়ে দেখতে কাজ করছে মহেশখালী থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, ওই লাশের পরনে কালো প্যান্ট ও সাদা শার্ট রয়েছে, হিন্দু সনাতন ধর্মাবলম্বী লোক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বয়স আনুমানিক ৪০/৪৫, চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় সনাক্ত কঠিন হচ্ছে।