
নিজস্ব প্রতিনিধি।
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ভ্রাম্যমান আদালত অভিযানা করে ২ এক্সেবেটর জব্দ! ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে!
সোমবার ২৮ অক্টোবর বিকাল ৪ টায় মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ডেম্বুনিয়া পাড়া এলাকায় অভিযান চালায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা” এসময় তিনি ৫ জন ব্যবসায়িকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়, একই সাথে দুইটি এস্কেভেটর জব্দ করা হয়। একইদিন দুপুর ২ টায় তিনি গোপন সুত্রে খবর পেয়ে হোয়ানক ইউনিয়নের পানির ছড়া এলাকায় পাহাড়ি উচু টিলা থেকে মাটি কাটা এবং সরকারি জমিতে অবৈধ গৃহ নীর্মান বিষয়ে অভিযানে গিয়ে ঘঠনাস্হলে কাউকে না পেয়ে , স্হানীয়দের পাহাড় থেকে মাটি কাটার বিষয়ে কঠিন হুশিয়ারি বার্তা দিয়ে আসেন! ইতিপূর্বে যোগদান কৃত উপজেলা সহকারী কমিশার ভূমি দীপক ত্রিপুরা দ্রব্যমুল্যের উর্ধগতির কারনে অতিষ্ট ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে, অসাধু ব্যবসায়িদের বিরুদ্বে পৌরসভা, বড় মহেশখালী নতুন বাজার, হোয়ানক ইউনিয়নের বাজার সমুহে বাজার মনিটরিং করে বেশ সুনাম কুড়িয়েছেন।