সর্বশেষ...

মহেশখালীতে মসজিদের ভিতরে আলমারি ভেঙে টাকা চুরি

হ্যাপী করিম, মহেশখালী।

মহেশখালী উপজেলায় মসজিদের ভিতরে আলমারি ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কুতুবজোম ইউনিয়নের চাঁদাকাটা জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।

মসজিদর মুয়াজ্জিন নুর আহমদ জানান, তিনি সোমবার দিবাগত রাতে ফজরের নামাজের আজান দেওয়ার জন্য গিয়ে দেখতে পান মসজিদ ঘরের গ্রীলের দরজার তালা ভাঙা। মসজিদের ভেতরে গিয়ে দেখতে পান ইমামের মিম্বারের পাশে আলমারিও ভাঙা। পরে তিনি মসজিদের সহ সভাপতি ও ক্যাশিয়ার শামশু মাঝি’কে বিষয়টি অবহিত করেন।

মুয়াজ্জিন নুর আহমদ বলেন, প্রতি জুম্মার দিনে মুসুল্লিদের দানের টাকা উঠে। এছাড়া মসজিদের উন্নয়নের জন্য বিভিন্ন অনুদানের টাকা উঠে। দানের ও অনুদানের টাকা ক্যাশিয়ারের মাধ্যমে মসজিদের আলমারি জমা থাকে। তবে আলমারিতে কত টাকা ছিল, তা তিনি জানেন না। দায়িত্বে থাকা ক্যাশিয়ার টাকার পরিমান বলতে পরবেন বলে মুঠোফোনে জানান তিনি।

মসজিদের ক্যাশিয়ার শামশুল আলম মাঝি জানান, তিনি হিসেব করে ৩০ হাজার ১০০ টাকা এবং একটি কৌটায় পাঁচ টাকা মসজিদের ভিতরে আলমারিতে রাখেন। সোমবার গভীর রাতে মসজিদের দড়জার তালা এবং আলমারি ভেঙে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এছাড়া আলমারিতে আরো কিছু জমির দলিল কয়েন ছিল, চোর কয়েন গুলো নিয়ে যায় নাই।

ক্যাশিয়ার নুর শামশুল আলম মাঝি বলেন, মসজিদ কমিটির সিদ্ধান্ত হয়েছিল মসজিদের দানের ও অনুদানের টাকা ব্যাংকে একাউন্ট থেকে তুলে মসজিদের ২য় তলার নির্মান কাজে ব্যবহার করা হবে, তার আগে চুরি হয়ে গেল। এ ঘটনায় তিনি মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রস্তুুতি নিচ্ছে।

এ ব্যাপারে মঙ্গলবার মোবাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, মসজিদের আলমারি ভেঙ্গে টাকা চুরির ঘটনায় কমিটির অবগত করেছে, পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজ পোর্টাল প্রয়োজন?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

জনপ্রিয় সংবাদ...

মহেশখালীতে মসজিদের ভিতরে আলমারি ভেঙে টাকা চুরি

হ্যাপী করিম, মহেশখালী।

মহেশখালী উপজেলায় মসজিদের ভিতরে আলমারি ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কুতুবজোম ইউনিয়নের চাঁদাকাটা জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।

মসজিদর মুয়াজ্জিন নুর আহমদ জানান, তিনি সোমবার দিবাগত রাতে ফজরের নামাজের আজান দেওয়ার জন্য গিয়ে দেখতে পান মসজিদ ঘরের গ্রীলের দরজার তালা ভাঙা। মসজিদের ভেতরে গিয়ে দেখতে পান ইমামের মিম্বারের পাশে আলমারিও ভাঙা। পরে তিনি মসজিদের সহ সভাপতি ও ক্যাশিয়ার শামশু মাঝি’কে বিষয়টি অবহিত করেন।

মুয়াজ্জিন নুর আহমদ বলেন, প্রতি জুম্মার দিনে মুসুল্লিদের দানের টাকা উঠে। এছাড়া মসজিদের উন্নয়নের জন্য বিভিন্ন অনুদানের টাকা উঠে। দানের ও অনুদানের টাকা ক্যাশিয়ারের মাধ্যমে মসজিদের আলমারি জমা থাকে। তবে আলমারিতে কত টাকা ছিল, তা তিনি জানেন না। দায়িত্বে থাকা ক্যাশিয়ার টাকার পরিমান বলতে পরবেন বলে মুঠোফোনে জানান তিনি।

মসজিদের ক্যাশিয়ার শামশুল আলম মাঝি জানান, তিনি হিসেব করে ৩০ হাজার ১০০ টাকা এবং একটি কৌটায় পাঁচ টাকা মসজিদের ভিতরে আলমারিতে রাখেন। সোমবার গভীর রাতে মসজিদের দড়জার তালা এবং আলমারি ভেঙে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এছাড়া আলমারিতে আরো কিছু জমির দলিল কয়েন ছিল, চোর কয়েন গুলো নিয়ে যায় নাই।

ক্যাশিয়ার নুর শামশুল আলম মাঝি বলেন, মসজিদ কমিটির সিদ্ধান্ত হয়েছিল মসজিদের দানের ও অনুদানের টাকা ব্যাংকে একাউন্ট থেকে তুলে মসজিদের ২য় তলার নির্মান কাজে ব্যবহার করা হবে, তার আগে চুরি হয়ে গেল। এ ঘটনায় তিনি মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রস্তুুতি নিচ্ছে।

এ ব্যাপারে মঙ্গলবার মোবাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, মসজিদের আলমারি ভেঙ্গে টাকা চুরির ঘটনায় কমিটির অবগত করেছে, পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজ পোর্টাল প্রয়োজন?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বশেষ...

জনপ্রিয় সংবাদ...