
ডেস্ক রিপোর্ট, সব সময়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধলঘাটা ইউনিয়নের কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৬ই নভেম্বর বাংলাদেশ জামায়াতে ধলঘাটা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ফোরকান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উত্তর শাখার আমির, মাস্টার নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উত্তর শাখার সেক্রেটারি মাওলানা বশির আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উত্তর শাখার সাংগঠনিক ও তরবিয়ত সেক্রেটারি হাফেজ মাওলানা ওসমান গনি, শ্রমিক কল্যান ফেড়ারেশনের সভাপতি হাফেজ মাওলানা আনচারুল করিম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মোঃ শওকত আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ধলঘাটা ইউনিয়নের সভাপতি খন্দকার রায়হান উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধলঘাটা ইউনিয়নের সাবেক সভাপতি ডাঃ নুরুল ইসলাম’সহ ধলঘাটা ইউনিয়ন শাখার যুব বিভাগের নেতা কাজি মোহাম্মদ আরমান, খাইরুল বশর আকন্দ প্রমূখ।