
নিজস্ব প্রতিনিধি, সব সময়।
মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী মহেশখালী আইল্যান্ড হাই স্কুলে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা এবং জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।
৩০ নভেম্বর ২০২৪ (শনিবার) সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে শিক্ষক মো. ফরমান উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে দশম শ্রেণীর শিক্ষার্থী আশেকুল ইসলাম এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অত্র বিদ্যালয়র সকল শিক্ষার্থী ও বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষকদের নিয়ে স্মরণসভায় অনুষ্ঠিত হয়।
মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক আজিজুল করিমের সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন.. সিনিয়র শিক্ষক পলাশ কান্তি দে, মোহাম্মদ গফুর আলম, মোহাম্মদ কবির হোসাইন, মাহবুব মোর্শেদ বিন খালেদ, মোহাম্মদ আলম, জসিম উদ্দিন, ফরিদুল আলম, আতিকুজ্জামান প্রমুখ।
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। তবুও খুনিদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না।
স্মরণসভায় উপস্থিত শিক্ষার্থীদের পক্ষ থেকে নাতে রাসুল (স.) গাইলো ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তুষার।
শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলম।