
ডেস্ক রিপোর্ট, সব সময়।
মহেশখালীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী শাহীন আলম সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ ডিসেম্বর দিবাগত রাতে মহেশখালী থানার ওসি মো. কাইছার হামিদের দিকনির্দেশনায় ওসি(তদন্ত) তাজ উদ্দিনের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী (পিপিএম), এএসআই এমদাদ, এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে হোয়ানক হরিয়াছড়া এলাকার মোঃ নাছির উদ্দীনের পুত্র সাজাপ্রাপ্ত আসামি শাহীন আলম, মোহাম্মদ হোসেন, মোঃ হাছান, ছাবেকুন্নাহার, মাহবুব আলম, রেশমা আক্তার কে গ্রেফতার করেন।
এব্যাপারে মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদ সব সময় নিউজের প্রতিনিধি’কে জানান. মহেশখালী থানার পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করেছে। এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।