
স্টাফ রিপোর্টার, সব সময়।
মহেশখালী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপজেলার হোয়ানক ইউনিয়নের বানিয়াকাটা নিবাসী মৃত জাকারিয়া সিকদারের পুত্র অধ্যাপক জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
১৯ ই ফেব্রুয়ারী (বুধবার) সকাল ৯টায় কক্সবাজারস্থ বাস টার্মিনাল কবরস্থান মাঠে মরহুমের প্রথম জানাজা ও দুপুর সাড়ে ১২ টায় মহেশখালী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মহেশখালী কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ হেদায়েত উল্ল্যাহ্, কলেজ পরিচালনা কমিটির সদস্য আবু বক্কর ছিদ্দিক, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহেদ মন্নান, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম বিএ, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, এডভোকেট হামিদুল হক, জামায়াত ইসলাম মহেশখালী উপজেলার সাবেক আমীর জাকের হোছাইন, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকসুদ আহমদ, মহেশখালী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ কবির, প্রভাষক ওয়াকার উদ্দিন, প্রভাষক মোস্তফা কামাল সোহাগ ও মরহুম জসীম উদ্দিনের সুযোগ্য সন্তান মাহি। এসময় উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম, বিএনপি নেতা আকতার কামাল চৌধুরী’সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
আগামীকাল বিকেল ২টায় মহেশখালীর হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।