
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ উপজেলা পর্যায়ের উচ্চ মাধ্যমিক পর্যায়ে “কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান” ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ উপজেলা পর্যায়ের উচ্চ মাধ্যমিক পর্যায়ে “কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান” ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মহেশখালী উপজেলার অন্যতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং “শ্রেষ্ঠ অধ্যক্ষ” ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষার প্রসার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাঠদান ও কলেজ পরিচালনায় দক্ষতা পরিচয় দেওয়ায় উপজেলা পর্যায়ে অধ্যক্ষ পদে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম মহোদয়।
মহেশখালী-কুতুবদিয়ার দুই দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি দ্বীপের কারিগরি শিক্ষা বঞ্চিত মানুষের দোরগোড়ায় কারিগরি শিক্ষা পৌঁছে দিতে ২০০৩ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্টার পর থেকে তিনি অক্লান্ত পরিশ্রম করে কলেজটি এমপিও ভুক্ত করেন। কলেজের শিক্ষার মানোন্নয়নে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করে ডিজিটাল শিক্ষার শুভ সূচনা করেন এবং তিনি নিয়মিত পরিদর্শন, সার্বক্ষনিক খোঁজ-খবর নেয়াসহ ও শিক্ষক-কর্মচারীদের সকল বিষয়ে সুপরামর্শ দিয়ে কলেজটি এখন শ্রেষ্ঠত্বের পর্যায়ে নিয়ে এসেছেন। কলেজের প্রতিষ্ঠাতা, সভাপতি, দাতাসহ সকল শিক্ষক, কর্মচারী সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকের এই অর্জন।
আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি প্রতিবছর এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ, রেকর্ড সংখ্যাক A+সহ ভালো ফলাফল করে আসায় উপজেলা প্রশাসন এই মূল্যায়নের মাধ্যমে কলেজটিকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন।