
নিজস্ব প্রতিবেদক।
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের আল আকসা জামে মসজিদ কমিটির সেক্রেটারি হাবিব উল্লাহ’সহ মুসল্লিদের উপর হামলায় করা হয়েছে।
শুক্রবার (৭ ই মার্চ) উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের আল আকসা জামে মসজিদের সামনে এই ঘটনাটি ঘটেছে। এই নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার জুম্মার নামাজ বাদ আল আকসা জামে মসজিদ কমিটির সেক্রেটারী, সাবেক মেম্বার ও মুসল্লিরা দাবি করেন মসজিদ কমিটির সদস্যরা জানান স্থানীয় বেলাল আহমদ নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সর্বস্বান্ত হয়েছে অনেক যুবক দেউলিয়া, মসজিদে বসেই অস্বীকার করেন বেলাল। আর শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা প্রমাণ স্বরূপ কথা বলায় মসজিদ কমিটির সেক্রেটারী নিকট। এতে ক্ষিপ্ত হয়ে বশরত আলীর পুত্র বেলাল আহমদ প্রকাশ বেলাল ও তাঁর ভাই শফি আলম, ফরিদ আলমের পুত্র জসিম উদ্দিন প্রকাশ সাজু ও তাঁর আবু বক্কর, রোশন আলীর পুত্র হেলাল,
কবির আহমদের পুত্র এরফান, নূর আহমদ প্রকাশ নূরা এর পুত্র শামশু আলম ও তাঁর ভাই রশিদ মিয়া,
নূর আহমদ প্রকাশ নূরা এর পুত্র হাশেম প্রকাশ আসম মিয়া, আনছুর আলীর পুত্র মো: এনাম ও মৃত আব্দু শুক্কুরের পুত্র রাসেল’সহ আরও ১৫/২০ জন লোকজন নিয়ে
প্রত্যেকের হাতে রড, হকিস্টিক নিয়ে
মুসল্লিদের উপর হামলা চালায় মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী ও সাবেক মেম্বার হাবিব উল্লাহ ও ছৈয়দ আলম’সহ মেম্বারের ভাইও আহত হয়। পরে মুসল্লিরা আহত অবস্থায় সেক্রেটারী হাবিব ও ছৈয়দ আলমকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিলে অবস্থা গুরুত্ব হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয় মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।