
মহেশখালীতে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নুরুল করিম, মহেশখালী প্রতিনিধি।
প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের খেলায় উৎসাহী করে তুলতে কক্সবাজার জেলার মহেশখালীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের পারস্পরিক সহযোগিতায় মহেশখালী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৩ শে মে, মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনব্যাপী মহেশখালীর (প্রস্তাবিত) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মহেশখালী উপজেলায় পৃথকভাবে ৪টি ভেন্যুতে মোট ৫টি প্রতিযোগিতায় অংশ নেয়। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ভলিবল, ফুটবল, কাবাডি এবং ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও বেলা ২টায় উপজেলা প্রাঙ্গণে ব্যাডমিন্টন, বেলা ৩টায় বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভলিবল (বালিকা), বেলা ৪টায় গোরকঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট (বালিকা) ম্যাচ অনুষ্ঠিত হয়৷ এতে ২৪০ জন বালক, বালিকা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইয়াছিন।
এতে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতার উদ্বোধন করেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আ ন ম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মাইন উদ্দিন মিলকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ সুজন, ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট ইলিয়াছ মোঃ রুবেল, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক গিয়াস উদ্দিন। প্রতিযোগিতার খেলা দেখতে মাঠে অভিভাবক, খেলোয়াড়সহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।