
সরজমিন প্রতিবেদন
শত ফুলের একটি গোলাপ
ফুয়াদ মোহাম্মদ সবুজ
আইনী জটিলতা, নাটকীয়তা আর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামি জুলাইয়ের ১৭ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ধলঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে বর্তমান নতুন ও পুরাতন মিলিয়ে প্রায় হাফ ডজন প্রার্থী নির্বাচনী লড়ায়ে অংশ নিচ্ছেন।
যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে নারী পুরুষ মিলে চেয়ারম্যান পদে মোট ১০ প্রার্থী অংশ নিবেন। কিন্তু ১০ প্রার্থীর মধ্যে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আহসান উল্লাহ বাচ্ছু বাদে বর্তমান চেয়ারম্যান কামরুল হাসানসহ বাকি ৮জন ক্ষমতাসীন দল আ.লীগের বিধি পরিপন্থী হয়ে ভোট যুদ্ধ করছেন।
এ নির্বাচন নিয়ে সব সময় টীন ধলঘাটা সরজমিন ঘুরে দেখার চেষ্টা করেছে এ ভোট যুদ্ধে কে এগিয়ে রয়েছে। জানতে চেষ্টা করেছে ধলঘাটার আগামী দিনের কুটুম কে! সাধারণ ভোটারের প্রতিক্রিয়া জানতে চায়লে প্রায় শত ভোটার শত ফুলের একটি গোলাপের মতো আহসান উল্লাহ বাচ্চুকে বেঁচে নিচ্ছেন।
সাধারণ ভোটাররা বলছেন – গত নির্বাচনে কামরুলকে ভোট দিলেও তাঁর কাছে মানুষ তেমন একটা উপকৃত হয়নি। এবার ভিন্ন কিছু করতে চাই। আহসান উল্লাহ বাচ্চুর একচেটিয়া ভোটার আছে ধলঘাটায়। কামরুল আর অপরাপর ব্যক্তি যারা দলের বিদ্রোহী তাদের এবার দেখে নিবে জনগণ।
ধলঘাটার নির্বাচনে – বাংলাদেশ আ.লীগের মনোনীত প্রার্থী, আহসান উল্লাহ বাচ্ছু, স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন, বিদ্রোহী প্রার্থী কালরুল হাসান, আব্দুল মজিদ, মোহাম্মদ ওসমান, মুহাম্মদ আতা উল্লাহ, মোহাম্মদ মামুন, নাসিমা বেগম, আহমদ উল্লাহ, ও মোহাম্মদ নাহিদ রেজা খাঁন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তাছাড়া- মহিলা সংরক্ষিত প্রার্থী ২০ জন, সাধারন পুরুষ সদস্য ৪৫ জন ইউপি সদস্য পদে ভোট করছেন। এদিকে এ ইউনিয়নে- মোট ভোটার সংখ্যা ৯৮৯৯ জন।