
কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন
মহেশখালী প্রতিনিধি
আমার নদী আমার প্রাণ , দেশ বাঁচাতে নদী বাঁচান ।
নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে দিন , জেলেদের জীবন বাঁচান । এ স্লোগানকে ধারন করে কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির আয়োজনে মহেশখালীর কোহেলিয়া নদী দখল , দূষণ ও ভরাটে জর্জরিত মহেশখালীর কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ২৯ জুলাই (শনিবার) বিকাল ৪টার সময় কোহেলিয়া নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকীর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে সঞ্চালনা ও কোহেলিয়া নদী ভরাট এবং দখলের কারনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক । মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন , বাপা মহেশখালী শাখার সদস্য মোঃ জাহাঙ্গীর আলম , বক্তব্য রাখে কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের , সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ , সদস্য জয়নাল আবেদীন , স্থানীয় লবন ব্যবসায়ী বোরহান উদ্দিন । মানববন্ধনে বক্তারা বলেন, কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে বর্জ ফেলে নদীর পানি ঘোলাটে হয়ে গেছে , ফলে এই নদীর পানি দূষিত হয়ে এখন আর মাছ পাওয়া যাচ্ছে না । নদী ভরাট হয়ে যাওয়ায় ভাটার সময় নদীতে পানি না থাকায় জেলেরা জাল দিয়ে মাছ ধরতেও পারছে না । এ নদীর উপর নির্ভরশীল কয়েক হাজার জেলে এখন কর্মহারা হয়ে গেছে । কোহেলিয়া নদীতে মাছ ধরতে না পারায় জেলেদের পরিবারে চলছে নিরব কান্না । কোহেলিয়া নদীর পানি দূষিত হওয়ায় লবণাক্ত কমে গেছে এ নদীর পানি , ফলে লবন উৎপাদনও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন লবন চাষিরা ।
বক্তারা অবিলম্বে কোহেলিয়া নদী দখল ও দূষণমুক্ত করে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে দিয়ে কর্মহারা জেলেদের জীবন বাঁচিয়ে রাখার আহবান জানান ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন , কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য মোহাম্মদ হোবাইব সজীব , সদস্য মাহাবুব আলম হান্নান , ইমরান নাজির , লবন চাষি গিয়াস উদ্দিন । জেলেদের মধ্যে উপস্থিত ছিলেন , আবু বক্কর , মোঃ ইকবাল , মনছুর আলম , রশিদ আহমদ , আকতার হোছাইন , জয়নাল আবেদীন , সোনা মিয়া , মোঃ আরাফাত , লবন চাষি রুহুল আমিন , নুরুল আলম , মোঃ বেলাল , নুরুল আমিন , মোকতার আহমদ , আনছারুল করিম , নাজেম উদ্দিন প্রমুখ ।