
গৃহহীনদের ৪র্থ পর্যায়ে (২য় ধাপে)প্রধানমন্ত্রী নতুন ঘর উদ্বোধন বিষয়ে মহেশখালীর ইউএনও’র প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্প ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর নতুন ঘর হস্তান্তর বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়।
৭ আগস্ট সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত লিখিত প্রেস ব্রিফিং জানান, বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবে না’- মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আওতায় সারা দেশ জুড়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের (ক-শ্রেণি) জন্য দ্বি-কক্ষ বিশিষ্ট গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ৭৬টি এবং ৪র্থ পর্যায়ে ২২৫টি ঘরের মধ্যে ১৩৫ টি গৃহ ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ঘর সমূহ আগামী ৯.আগস্ট খ্রিষ্টাব্দ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করবেন। ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) মহেশখালী উপজেলায় উদ্বোধনযোগ্য ৯০টি গৃহ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
আগামী ০৯ আগস্ট বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন (মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান হতে অনলাইনে সরাসরি যুক্ত হয়ে শুভ উদ্বোধনের তারিখ নির্ধারন করা হয়েছ।
এসময় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা অনুষ্ঠানে মহেশখালীর সকলগণমাধ্যম কর্মীদের উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করে রাষ্ট্রীয় উন্নয়নের বিষয়ে প্রচারের অনুরোধ জানান। এসময় সহকারী কমিশনার (ভূমি) এএফএম শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহামদ।
এসময় মহেশখালীর সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন,সিরাজুল হক সিরাজ,শাহাব উদ্দিন,হারন রশিদ,,মকছুদুর রহৃমান,বশির উল্লাহ,রমজান আলী,মৌলভী ইউনুচ,আ ন ম হাসান, ফারক ইকবাল,এস এম রুবেল,হ্যাপী করিম,নুরুল করিম,মিজবাহ উদ্দিন আরজু,আবু বককর ছিদ্দিক, ইশরাত মোঃ শাহাজান, এম ছালামত উল্লাহ ও আবুল বশর পারভেজ।