
মহেশখালী উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন।
আমিনুল হক, মহেশখালী
মহেশখালী উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট “২০২৩ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
মহেশখালী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩ সেপ্টম্বর বিকালে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা। এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শামসুল আলম ও ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক কৃতি ফুটবলার নবীর হোছেন ভূট্টো, মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী, গোরকঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল দে, মুন্সির ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ আল করিম, আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন ভট্টাচার্য, কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ ও ছোটমহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনচার উল্লাহ হেলালী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে মাতারবাড়ী উত্তর রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে কালারমারছড়া নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে কুতুবজোম তাজিয়াকাটা রেডক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
একই মাঠে প্রথমে বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় রেফারি ছিলেন, কক্সবাজার জেলা ফুটবল রেফারীজ ফোরামের সদস্য আমিনুল হক। সহকারী রেফারি ছিলেন, বাচ্চু ও শাহেদ। পরে বালক দলের খেলা অনুষ্ঠিত হয়। এতে রেফারি ছিলেন, কক্সবাজার জেলা ফুটবল রেফারীজ ফোরামের সদস্য এম গিয়াস উদ্দিন। সহকারী রেফারি ছিলেন, জালাল ও বাচ্চু। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং মেডেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাশ।