
মহেশখালীর সন্তান কানু রাম দে রামু,র উপজেলার নবাগত পোস্ট মাস্টার হিসাবে যোগদান করেছেন।
২৩ এপ্রিল ২৪ইং রামু উপজেলা ডাকঘরের নবাগত পোস্টমাস্টার কানু রাম দে মহোদয়কে বরণ উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান এবং ডাক জীবন বীমা কক্সবাজার এর পরিদর্শক মোহাম্মদ শাহ কামাল চৌধুরীর অবসর জনিত বিদায় সংবর্ধনা ও নবাগত ডাক জীবন বীমা পরিদর্শক সাজ্জাদুল কাদের চৌধুরীর বরণ সংবর্ধনা অনুষ্ঠান সু-সম্পন্ন। কানু রাম দে মহেশখালী উপজেলায় দীর্ঘ দিন সুনামের সহিত উপজেলা পোস্ট মাস্টারের দায়িত্ব পালন করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা পোস্টমাস্টার এস এম জসিম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কক্সবাজার প্রধান ডাকঘরের হিসাবরক্ষক রহিম উল্লাহ সিকদার, অত্র কঘরের পোস্টাল অপারেটর রোমেল মোহাম্মদ ফারুক সহ প্রমুখ সঞ্চালনায়:- নাইক্ষ্যংছড়ির পোস্টমাস্টার কলিম উল্লাহ। সার্বিক সহযোগিতায়:- অত্র ডাকঘর ও শাখা ডাকঘরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।