
ছাদেকুর রহমান (স্টাফ রিপোর্টার):
গত ৮মে বুধবার সকাল ৮থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কোনো অপৃৃত্তিকর ঘটনা ছাড়াই ইভিএমে’র মাধ্যমে সম্পন্ন হলো ভোট গ্রহণ।
উক্ত নির্বাচনে শুরু থেকে চেয়ারম্যান পদে ৫জন অংশ গ্রহণ করলেও শেষে এসে দোয়াত কলম’কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যায় আলহাজ্ব শরীফ বাদশা,যার ফলে মূল লড়াই হয় ৩জনের সাথে।
এতে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে গোলাম কুদ্দুস পেয়েছে ৯ হাজার ৭০ ভোট,টুপি প্রতীকে হাবিব উল্লাহ্ পেয়েছে ৩৫ হাজার ৮৫৯ ভোট এবং দোয়াত কলম প্রতীকে জয়নাল আবেদিন পেয়েছে ৩৮ হাজার ১২৯ ভোট।
নিকট তম টুপি প্রতীকের প্রার্থী হাবিব উল্লাহ্কে ২হাজার ২৭০ ভোটে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে জয়নাল আবেদিন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী মিনুয়ারা মিনু পেয়েছে ২৬হাজার ৯৪১ ভোট,কলস প্রতীকের প্রার্থী মনোয়ারা বেগম পেয়েছে ৪৫হাজার ৮০৭ ভোট,প্রজাপতি প্রতীকের জাহানারা বেগম পেয়েছে ১০হাজার ১৮১ ভোট।
এতে নিকট তম বই প্রতীকের প্রার্থী মিনুয়ারা মিনু’কে ১৮ হাজার ৮৬৬ ভোটে পরাজিত করে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কলস প্রতীকের প্রার্থী মনোয়ারা বেগম।
ভাইস-চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকের প্রার্থী মঈন উদ্দিন তোফাইল পেয়েছে ১৯ হাজার ৬৭ ভোট,মিফতাহুল করিম বাবু পেয়েছে ১৫ হাজার ৪৩০ ভোট,বই প্রতীকের প্রার্থী আবু ছালেহ পেয়েছে ২৫ হাজার ৬০৬ ভোট,চশমা প্রতীকের প্রার্থী জাহেদুল হুদা পেয়েছে ১১ হাজার ৭৬৪ ভোট,তালা প্রতীকের প্রার্থী এডভোকেট শাহাজান পারুল পেয়েছে ১৩হাজার ২৭০ ভোট।
এতে নিকট তম উড়োজাহাজ প্রতীকের প্রার্থী মঈন উদ্দিন তোফাইলকে ৬ হাজার ৫৩৯ ভোটে পরাজিত করে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বই প্রতীকের প্রার্থী আবু ছালেহ।
উল্লেখ্য,মহেশখালীতে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৪ শত ৫৮ জন।সর্বমোট ৮৬টি কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে ৮৫ হাজার ৬৭২ ভোট,তারমধ্যে বৈধ ভোট ৮৫ হাজার ৪৬১ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ২১১ ভোট।প্রদত্ত ভোটের শতকরা হার ৩৩.২৮ শতাংশ।