
মহেশখালীর কুতুবজোমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মমসূচির কাজ পরিদর্শনে- ইউএনও
অদ্য ১৫/৫/২৪ ইং তারিখ দুপুর ৩ ঘটিকায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মমসূচির উদ্যোগে কুতুবজুম ইউনিয়নের দক্ষিণ চর পাড়া গ্রামে স্বপ্ন সারথি দলের ১১তম সেশন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিকি মারমা,পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ব্র্যাক কর্মকতা জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম (জেলা ব্যবস্হাপক)এবং মোহাম্মদ শহিদুল ইসলাম( ডেপুটি ম্যানেজার) এ সময় বাল্য বিবাহ প্রতিরোধ এবং চলমান সেশন বিষয়ে মত বিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিকি মারমা। তিনি কিশোরীদের স্বদইচ্ছা দেখে ভবিষ্যতে সমস্ত উপজেলায় বাল্য বিবাহ নিরোধ করা যাবে বলে আশা করেন এবং কিশোরীদের সমৃদ্ধি কামনা করেন।