
স্টাফ রিপোর্টার – মহেশখালী
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজারে ভোরে আগুন লেগে আবুল খায়ের কোম্পানির ডিলারের ৪টি গুদাম সহ ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।৩০(আগস্ট) শুক্রবার ভোরে এআগুন লেগে।
এতে স্থানীয় ব্যবসায়ী রাশেদ চৌধুরীর ৪টি গুদাম পুড়ে ছাই হয়ে যায়,গুদাম থেকে বের করতে পারেনি কোনো কিছু।এতে গুদামে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। স্থানীয়রা জানান ভোরে দেখি নোনাছড়ি বাজার থেকে দেখি আগুন ও ধোঁয়া উঠতেছে।তখন দ্রুত বাজারের দিকে এগিয়ে আসি আমরা।এসে দেখি সমস্ত বাজার আগুনে লাল হয়ে আছে তখন সাথে সাথে ফায়ারসার্ভিসকে অবগত করি।
ফায়ারসার্ভিস মহেশখালীর দক্ষিণপ্রান্তে হওয়ায় আসতে আসতে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।আমরা ছেড়ে করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি।আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছে ১০-১২ জন মতো।এরমধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
স্থানীয় ব্যবসায়ী রাশেদ চৌধুরীর ৪টি ডিলারের গুদাম সহ ১৫টি দোকানের ক্ষয়ক্ষতি অন্তত ৩কোটি টাকার মত হবে বলে জানান স্থানীয়রা। উল্লেখ্য,এ আগুনের উৎপত্তি কোথায় থেকে তা এখনো জানা যায়নি। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন রাশেদ কামাল,আজিজ হাসান,সেলিম চৌধুরী, আবুল হোসন,আব্দুল মজিদ,রাশেদ চৌধুরী, মোজাম্মেল, মোজাম্মেল হক,আব্দু সালাম,শাকিল আহাম্মদ।