
নিজস্ব প্রতিবেদক:
মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে টানা বৃষ্টিতে প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত ও পানি বন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সামাজিক সংগঠন মরহুম ছিদ্দিক আহমেদ চৌধুরী সমাজ কল্যাণ ফাউন্ডেশন।
৩০ আগস্ট (শুক্রবার) সকালে মাতারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল কক্ষে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী ইঞ্জিঃ আলী সিদ্দিক আপন চৌধুরী’র সার্বিক ব্যবস্থাপনা ও নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৪৫০ পরিবারের মাঝে ভালোবাসার উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সুমন চৌধুরী ও আবরার চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম ছিদ্দিক আহমেদ চৌধুরী’র সুযোগ্য সন্তান রুহুল কাদের চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মরহুম ছিদ্দিক আহমেদ চৌধুরী’র সুযোগ্য সন্তান আরিফুল কাদের চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী সমাজসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মিনহাজুল আবেদীন নান্নু, সহকারী প্রধান শিক্ষক সোহেল কাদের, এডভোকেট কুতুবউদ্দিন ব্যাংকার নাজির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আনোয়ার হোসেন, নুরুল কবির বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শহীদুল পারভেজ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইঞ্জিঃ আলী ছিদ্দিক আপন চৌধুরী জানান, সম্প্রতি ভারি বৃষ্টিতে মাতারবাড়ী ইউনিয়নের অনেক এলাকা প্লাবিত হয়েছে। দিশেহারা হয়ে পড়েছেন অনেক পরিবার। অনেকেই আবার খাদ্যের অভাবে ভুগছেন। আমার দাদা মরহুম ছিদ্দিক আহমেদ চৌধুরী’র জীবনদর্শন থেকে শিক্ষা নিয়ে প্লাবিত পরিবার গুলোর মাঝে কিছুটা হাসি ফুটাতে আমার সাধ্যমতে ৪৫০ পরিবারের মাঝে ত্রাণ নয় ভালোবাসার উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করি।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে জনকল্যাণমুখী মানবসেবামূলক কাজ করে যাচ্ছি। তারাই ধারাবাহিকতায় ৪৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও ৮৫ জন ব্যক্তিকে চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে নগদ সহায়তা ও প্রদান করি। এটি আগামীতেও চলমান থাকবে ইনশাআল্লাহ।