
ধলঘাটা ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী আহসান উল্লাহ বাচ্ছু
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি।
মহেশখালী উপজেলার ২নং ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার (১৮ ই জুন)। এদিন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আহসান উল্লাহ বাচ্ছু
রবিবার (১৮ ই জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিজের মনোনয়ন পত্র জমা দেন তিনি। সেটি গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৫ জনের বেশি নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না। কিন্তু অভিযোগ উঠেছে, আহসান উল্লাহ বাচ্ছু মনোনয়ন জমা দেওয়ার সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রায় ৩০ জন নেতাকর্মী প্রবেশ করেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় আহসান উল্লাহ বাচ্ছু সঙ্গে উপস্থিত ছিলেন, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা এম আব্দুল মান্নান, ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাঈদ আলম ও সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ’ অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী রিটার্নিং কার্যালয়ে উপস্থিত ছিলেন।
পরে আহসান উল্লাহ বাচ্ছু গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সেবার ব্রত নিয়ে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধলঘাটা ইউপি চেয়ারম্যান পদে আমাকে মনোনয়ন দিয়েছেন, সেজন্য তাকেও আমি কৃতজ্ঞতা জানাই। আমি মানুষের জন্য রাজনীতি করি; মানব সেবার জন্য রাজনীতি করি। আজ মনোনয়নপত্র দাখিল করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ধলঘাটার সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিয়ে সবার জন্য কাজ করার সুযোগ দেবেন।
গত ৭ বছরের অপরিকল্পিত উন্নয়নের কারণে ধলঘাটা অনেক ক্ষতি হয়েছে। ধলঘাটাবাসীকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবাই তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করলে অবশ্য অগ্রাধিকার ভিত্তিতে এসব দুর্ভোগ লাঘব করা হবে। সড়কের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সমস্যা সমাধানের পাশাপাশি সুরমা নদী ড্রেজিংয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এ কাজে জনগণের সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, আমরা ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী সমাধান করবো। আর তা করা হবো নাগরিক মতামতের ভিত্তিতেই। ধলঘাটার সাধারণ মানুষের জন্য আরও বেশি নাগরিকবান্ধব হিসাবে যাতে কাজ করে, যে কেউ যাতে তার সমস্যা নিয়ে সহজেই পরিষদে যেতে পারেন এবং তাদের সমস্যার কথা বলতে পারেন তা নিশ্চিত করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ।
উল্লেখ্য, আগামী ১৭ জুন ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আহসান উল্লাহ বাচ্ছু ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান’সহ চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত আসনে (নারী) ২০ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন আজ। মনোনয়নপত্র বাছাইর শেষ তারিখ ১৯ জুন। প্রত্যাহার ২৫ জুন। ওয়ার্ড ৯টি। মোট ভোটার ৯ হাজার ৮৯৯ জন। এরমধ্যে পুরুষ ৫ হাজার ৪১৪ ও নারী ৪ হাজার ৪৮৫ জন। মোট কেন্দ্র ৯টি এবং ভোটকক্ষ ২৮টি।