
| নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি।
জাতীয় শিক্ষা পদক-২০২৩ মহেশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষায় এবছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি নাম ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবছর প্রাথমিক শিক্ষা সপ্তাহে-২৩ এ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে আদিনাত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন ভট্টাচার্য ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে লাল মোহাম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আখতার।
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে লাল মোহাম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেনুর আলম এছাড়াও শ্রেষ্ঠ স্কুল পরিচালনা কমিটির ক্যাটাগরিতে উত্তর রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নবীর হোসেন ভুট্টো নির্বাচিত হয়েছে।