
কালারমারছড়ার মেম্বার ওসমানের বিরুদ্ধে বাজারে প্রকাশ্য একজন পল্লী চিকিৎসককে মারধরের অভিযোগ।
নিজস্ব প্রতিবেদক-মহেশখালী
কালারমারছড়া বাজারে বর্তমান মেম্বার কতৃক একজন পল্লী চিকিৎসক কে প্রকাশ্য বাজারে মারধর ও প্রাণনাশের হুমকীতে মহেশখালী থানায় অভিযোগ দায়ের করেছে।
কালারমারছড়া উত্তর নলবিলা গ্রামের মৃত লাল মিয়ার পুত্র পল্লী চিকিৎসক নজরুল ইসলাম স্বাক্ষরিত দাবী করেন
কালারমারছড়ার উত্তর নলবিলা গ্রামের মোঃ হোছন এর পুত্র আবদু শুক্কুর
এর সাথে নজরুল এর মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে আাদালতে ও স্থানীয় ভাবে বিচার শালিস চলমান রয়েছে।
এ জমির বিরোধটিকে পুঁজি করে কালামারছড়ার ১নং ওয়ার্ড়ের বর্তমান মেম্বার
ওসমান গণি আব্দুশুক্কুর, সোলেমান ১০আগস্ট বিকাল ৪টায় কালারমারছড়া উত্তর নাবিলা চালিয়াতলী বালুর ডেইল নামক স্থানে পল্লী চিকিৎসক নজরুলকে মোটর সাইকেল গতিরোধ করে মারধর ও চাইনিজ কুড়াল নিয়ে দৌড়ে নিয়ে যায় প্রাণ রক্ষার্থে শোর চিৎকার করলে বাজারের লোকজন এগিয়ে নজরুল প্রাণে রক্ষা পায়।
নজরুলের শার্টের কলার চাপিয়া ধরে চাউনিজ কুড়াল দ্বারা আঘাত করার চেষ্টা করে।